ঝিনাইদহের ব্যাপারীপাড়ার বন্ধু সার্কেলের উদ্যোগে অসহায় দরিদ্র পথচারী ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত : ১৬ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, শ্লোগানে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হত দরীদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে রমজানে রোজাদার পথচারীদের ইফতার বিতরণ করেছেন ব্যাপারীপাড়া বন্ধু সার্কেলের রাফাতুজ্জামান প্রান্ত, রিজভী আহমেদ ইস্তি, তন্ময় চক্রবর্তী , মিলন বসু, ফয়সাল আহমেদ বাবু, শোভন জোয়াদ্দার, আকাশ, নিপু, মিঠুন, সজল আহমেদ , শুভ, জিহাদ, মনির সহ সকল সদস্য বৃন্দ।

রমজানের শুরুতেই ইফতার আগ মুহূর্তে শহরের মুজিব চত্তর, পাগলাকানাই, পায়রা চত্বর, পুরাতন ডিসি কোর্ট হামদহ ও আরাপপুরসহ বিভিন্ন স্থানে ইজিবাইকচালক, রিক্সাচালক, ভ্যানচালক ও পথচারিদের মাঝে ২ শতাধিক প্যাকেট ইফতারি বিতরন করেন।

ব্যাপারীপাড়া বন্ধু সার্কেলের সদস্যরা বলেন, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিক ভাবে অসচ্ছল হয়ে পড়ায় ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষ ইফতার ঠিকমত করতে পারছেন না। তাদের জন্যই এ ক্ষুদ্র আয়োজন। রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে নিজে দেরকে ধন্য মনে করছি। বাকী রমজান গুলোতেই ঠিক এমনি ভাবে সবাইকে অসহায়দের পাশে থাকার আহবান জানান।

 

আপনার মতামত লিখুন :