শরীয়তপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন
প্রকাশিত : ১৫ মে ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: করোনার ভয়াবহতা উপলব্ধি করছেন শরীয়তপুর জেলার মানুষ। একে একে প্রত্যেকটি উপজেলায় করোনা শনাক্ত হয়েছে। লক ডাউনও করা হচ্ছে। যার ফল আশানুরূপ হচ্ছে না। বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী সংখ্যা। বর্তমানে শরীয়তপুর জেলায় মোট আক্রান্ত রোগী সংখ্যা ৬৬ জন।
গত বৃহস্পতিবার ভেদরগঞ্জে ১ জন চিকিৎসক ও আরও ২ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হন। যার পরিপ্রেক্ষিতে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক ডাউন ঘোষণা করা হয়। এর পূর্বে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক ডাউন ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ভেদরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন।এছাড়াও ডামুড্যা উপজেলায় ২২ জন, নড়িয়া উপজেলায় ১৩ জন, গোসাইরহাট উপজেলায় ২ জন, জাজিরা উপজেলায় ৯ জন এবং শরীয়তপুর সদর উপজেলায় ১২ জন।
ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার ফলে স্বাস্থ্য কমপ্লেক্সটি লক ডাউন করা হয়। এ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, চিকিৎসকের করোনা পজেটিভ খবর পাওয়ার সাথে সাথে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সটি লক ডাউন ঘোষণা করি।