হরতালেও সময়মত ছাড়ছে দূরপাল্লার বাস

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২০

হরতালের মধ্যেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে দূরপাল্লার সব ধরনের পরিবহন ছেড়ে গেছে। হরতালের কোনও প্রভাব পড়েনি নগরীর গণপরিবহনে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়া ও মহাখালী এলাকা ঘুরে দূরপাল্লার গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। টিটিপাড়ার এক দূরপাল্লা বাসের সুপারভাইজার ফরিদুল আলম বলেন, গত দুই দিন পরিবহন চলাচল অনেকটা বন্ধ ছিল। ভোটের কারণে যাত্রীরা যাতায়াত করতে পারেনি। এ কারণে আজকে যাত্রীর চাপ একটু বেশি। হরতাল চলছে বলে মনে হয় না।

 

লাল সবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার গিয়াসউদ্দিন বলেন, আমাদের যতগুলো পরিবহন রয়েছে সবগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। কোথাও কোনও সমস্যা দেখিনি। সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার প্রায় সবগুলো পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে।এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল শনিবার রাত ৮টার দিকে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

 

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে। গতকাল হরতাল ঘোষণা দেওয়ার পরেই ঢাকায় গণপরিবহন চালানোর ঘোষণা দেয় বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

 

 

আপনার মতামত লিখুন :