রপ্তানি আয়ের ৮০ ভাগের বেশি যোগান দিচ্ছে পোশাক শিল্প
প্রকাশিত : ১৫ মে ২০২০
তিন দশক ধরে বাংলাদেশের শিল্পখাতে একক আধিপত্য পোশাক খাতের। সামগ্রিক অর্থনীতির জন্য তা মঙ্গলজনক নয় বলে মত বিশ্লেষকদের। এ অবস্থার পরিবর্তনে ঢেলে সাজাতে হবে প্রণোদনা কাঠামো, উদ্যোক্তাদের আগ্রহী হতে হবে সুনির্দিষ্ট বাজারভিত্তিক পণ্য উৎপাদনে। যদিও উদ্যোক্তারা বলছেন, নানা জটিলতায় সম্ভাবনা থাকলেও লাইমলাইটে আসতে পারেনি অন্য অনেক খাত। পথ চলার কয়েক বছরের মধ্যেই শক্ত ভিত গড়ার পর, প্রায় এক দশক ধরে রপ্তানি আয়ের ৮০ ভাগের বেশি যোগান দিচ্ছে পোশাক শিল্প।
একক খাত হিসেবে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগও হয়েছে এই খাতেই। বিভিন্ন সময়ে এ খাতের প্রসারে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। এমন একক খাত নির্ভর শিল্পমুখী উন্নয়ন টেকসই অর্থনীতির জন্য সহায়ক নয় বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। অর্থনীতিবিদ নাজনীন বলেন, পোশাক পণ্যের মত একটি পণ্যের উপর নির্ভরশীল যে উন্নয়ন এটা অর্থনীতিকে কিছুটা ঝুঁকিতে রাখে। কৃষি ও শিল্পভিত্তিক বেশ কিছু খাত সম্ভাবনা সত্ত্বেও এগিয়ে যেতে পারেনি। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের এর জন্য প্রয়োজন হবে এখন যে সুবিধা কাঠামো সেটার জন্য অন্যান্য খাতও এগোতে পারছে না।
যদিও ব্যবসায়ীরা মনে করছেন, অদূরদর্শী কূটনীতি আর দপ্তরকেন্দ্রিক জটিলতায় অগ্রাধিকারভিত্তিক তালিকায় উঠতে পারেনি এ খাতগুলো। আইবিএফবি সভাপতি হুমায়ুন রশিদ বলেন, বুরোক্রেসিকে এখানে অ্যাড্রেস করতে হবে, যাতে বুরোক্রেসি এবং প্রাইভেট সেক্টর একসাথে কাজ করতে পারে। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলায় সম্ভাবনাময় সব খাতে সমান গুরুত্ব দেয়ার পরামর্শ তাদের।