দুপুর ঠাকুরপো মোনালিসার অসাধারণ এক নাচের ভিডিও ভাইরাল
প্রকাশিত : ১৫ মে ২০২০
অভিনেত্রী মোনালিসাকে আমরা সকলেই চিনি।তিনি একজন ভোজপুরি অভিনেত্রী। এ ছাড়া তিনি একজন ড্যান্সার।নাচের এক শো তেই তিনি প্রথম আসেন তারপর সিনেমার জগৎ এ পা রাখেন।ভোজপুরীর পাশাপাশি বাংলা, ওড়িয়া, তামিল, কন্নড় ও তেলেগু সিনেমাও তিনি করেছেন।এই মোনালিসা ই এবার হলেন ভাইরাল ভোজপুরী পপ অ্যালবামের গায়ক পবন সিং এর সাথে। গান দিয়ে নিজের জীবন শুরু করলেও পরবর্তী তে পবন সিং সিনেমা র জগতে আসেন।
‘দেশ পরদেশ’সিনেমার গানে ভাইরাল হয়েছেন দুজনে।এই সিনেমায় রয়েছেন পবন সিং, মোনালিসা, আনন্দ পান্ডে,ধর্মেন্দ্র, কাদের খান।এই পবন সিং ও নায়িকাই একত্রে বাজিমাত করেছেন। ইউটিউব এ হয়ে গেছেন ভাইরাল।কী করে জানেন?
কেইসে থামাই কলাইয়া পিয়ার গানে দুজনের অভিনয় ইউটিউবে রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দেখতে না দেখতেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ২ কোটির ও বেশি ভিউ এসেছে এই গানের ভিডিও ক্লিপস টিতে। অসংখ্য বার শেয়ার হয়েছে।আর বহু মানুষ কমেন্ট করেছেন। করেছেন প্রশংসা।এখনো যদি গানটি না দেখে থাকেন তো এখুনি একবার দেখে নিন একঝলক।ভাইরাল হওয়া সেই গান যা সকলের মন কেড়েছে।