বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা প্রদান
প্রকাশিত : ১৫ মে ২০২০
সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আলহাজ আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রব্বানী, জনতা ব্যাংক কাটাখালী শাখা ব্যাবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী মোঃ আলামিন শেখ, প্যানেল চেয়ারম্যান-১ শেখ আহম্মদ আলী, ইউপি সচিব প্রসুন কুমার দাশ, শিক্ষক অঞ্জন কুমার দাশ, প্রদ্যুৎ ঘোষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, উজ্জল কুমার দাম, আবু রাসেল, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ বজলুল রহমান মোড়ল, আরিদ হোসেন, মোঃ মোতালেব মোড়ল, বিল্লাল হোসেন মিলন, মোঃ হারুনার রশিদ, ফিরোজ খান, সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা ও শিল্পি বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩৬৫জন বিধবা ও ৩৯৫জন প্রতিবন্ধি সহ মোট ৭৬০জন ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রদান করা হয়।