গলাচিপার হাঁট বাজারে ঠাসা ঠাসি মানুষের ভিড়

প্রকাশিত : ১৫ মে ২০২০

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সামাজিক দ‚রত্ব কিংবা স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই করোনাকালে হাঁট-বাজারে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। যেন ঈদের আগাম কেনাকাটায় ক্রেতাসমাগম চলছে। কোন রাখ-ঢাক নেই। বালাই নেই ন্যুনতম স্বাস্থ্যবিধির।

এক তৃতীয়াংশ মানুষকে মাস্ক ছাড়াই বাজারে ফ্রি-স্টাইলে বৃহস্পতিবার দুপুরে কেনাকাটা করতে দেখা গেছে। উপচেপড়া ভিড়ে ব্যাপক যানবাহন চলাচল ছিল অভ্যন্তরীন সড়কগুলোয়। দোকানপাটের কোথাও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে দেখা যায়নি। গলাচিপা পৌরশহর জুড়ে এমন ভিড়ে হতবাক হতে হয়।

যেখানে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা উর্দ্ধোগতি। যদিওবা গলাচিপায় এখন পর্যন্ত নেই কোন করোনা রোগী। ফলে সচেতন মহলে করোনা আতঙ্ক আরও প্রবলভাবে দেখা দিয়েছে। পাশাপাশি সচেতন মহল ডেঙ্গু প্রতিরোধে কোন কার্যক্রম শুরু না হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন।

 

আপনার মতামত লিখুন :