করোনার সংকটে থাকা অসহায় কুয়াকাটা শিল্পী গোষ্টিকে অর্থ সহায়তা
প্রকাশিত : ১৫ মে ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা মহামারির সংকটে থাকা অসহায় কুয়াকাটা শিল্পী গোষ্টিকে প্রধান মন্ত্রীর ত্রান তহাবিল থেকে ৩১হাজার টাকা সহায়তা করলেন পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিবুর রহমান মহিব। বুধবার কুয়াকাটা শিল্পী গোষ্টির প্রতিজন শিল্পীকে ১ হাজার টাকা করে মোট ৩১ জনকে আনুষ্ঠানিক ভাবে এ চেক হস্থান্তর করেন।
শিল্পী গোষ্টির সভাপতি সাংবাদিক হোসাইন আমির ও সম্পাদক জনি আলমগীরের এ সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক। উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ, প্রশাসানিক কর্মকর্তা ফারুজ্জামান কোষাধক্ষ্য জাকারিয়া জাহিদ, সাংগঠনিক নেছার উদ্দিন আশিকসহ অনন্য সদস্যরা।