শার্শার বাগআঁচড়ায় ৫ হাজার খাদ্যসামগ্রী বিতরন করেন-বিএনপির নেতা মফিকুল হাসান তৃপ্তি
প্রকাশিত : ১৪ মে ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস দুর্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন যশোরের শার্শার বিএনপির নেতা সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৪ মে) সকালে শার্শার ১১ টি ইউনিয়নে ৫ হাজার গরীব মানুষের হাতে ত্রান হিসেবে তুলে দেন চাল,ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এ উপলক্ষ্যে স্থানীয় বাগআঁচড়া বাজারে ত্রান সহায়তা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক সহ স্থানীয় নেতাদের হাতে গ্রাম ভিত্তিক ত্রানের মালামাল তুলে দেওয়া হয়।
এ সময় তৃপ্তির পরিবারের লোকজন ছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রহুল কুদুস,সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট, সাধারন সম্পাদক মফিজুর রহমান, বেনাপোলের সভাপতি আলমগীর সিদ্দিক, যুবদল সভাপতি বেনাপোল পৌর কাউন্সিলর আব্দুল আহাদ,রশিদ,বদিউজ্জামান, আল মামুন বাবলু সহ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।