ফজের বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৩ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ফজের বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহর ও সদর উপজেলার বংকিরা গ্রামের ৬০ জন অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহারের মধ্যে ছিল সেমাই, লাচ্চা, চিনি, দুধ ও সাবান।

ফাউন্ডেশনের সেচ্ছাসেবক রোকনুজ্জামান বিশ্বাস, শাহিনুর রহমান, টোকনুজ্জামান, ইছানুল হক, সুজন বিশ্বাস, অনিক সাফওয়ান, হারুন অর রশিদ ও নাজমুস সাকিব বিতরণ কাজে সহায়তা করেন। ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সদস্য সচিব তুহিন আফসারী জানান, “মানুষের জন্য আমরা” মানুষের পাশে আমরা” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আমরা করোনাকালে কর্মহীন মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

সর্বশেষ বন্ধু মহল ও শুভাকাংখিদের আর্থিক সহায়তায় ঈদ উপহার সামগ্রী দিতে সমর্থ হয়েছি। ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল বলেন, আমাদের এই চেষ্টা শুধু করোনাকালই নয়, সারা বছর চলবে। তিনি বলেন শুধু আর্থিক সহায়তাই নয়, যে কোন প্রয়োজন বা গ্রামের উন্নয়নে এলাকাবাসির পাশে ফাউন্ডেশন থাকবে।

 

আপনার মতামত লিখুন :