নির্ভীক আদর্শ বান সাংবাদিক মোঃ রাসেল ইসলাম

প্রকাশিত : ১৩ মে ২০২০

নির্ভীক আদর্শ বান সাংবাদিক মোঃ রাসেল ইসলাম

সত্যের সন্ধানে রিপোর্টার রাসেল চলছে ছুটে চারিদিক,
সত্য জনতে বীরের বেশে যেন সে নির্ভীক।

সত্য প্রকাশে সে কখনো করেনি মাথা নত,
তার ভয়ে পিছে শত্রুতা করে অপরাধী যত।

সততা সৎ আদর্শ আছে রিপোর্টার রাসেল ভায়ের সম্বল,
ভেবোনা অপরাধী সন্ত্রাসী
মাদক কারবারি সে কখনো দুর্বল।

সে লিখে যাবে সত্য কথা লিখবে সত্য ছন্দ,
যদিও কারো কাছে লাগে সেটা মন্দ।

যতি কখনো অপরাধীর সাথে লাগে তার দন্দ,
তবুও রাসেল ভাই লেখা করবেনা বন্ধ।

রাসেল ভাই এগিয়ে চলো ভয় পেয়োনা তুমি, তোমার বিপদে সর্বক্ষণ পাশে আছি আমি।

লেখক:

মোঃ আব্দুল্লাহ আল মামুন
কবি ও রিপোর্টার
বিজয়রামপুর মনিরামপুর যশোর।

 

আপনার মতামত লিখুন :