করোনা জয়ীদের দশমিনায় ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে চেক প্রদান

প্রকাশিত : ১২ মে ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা জয়ী তিনজনকে ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ফুলেল শুভেচ্ছা ও প্রতিজনকে পাঁচ হাজার টাকার চেক প্রদান বিতরণ করা হয়।

করোনা যুদ্ধে জয়ীরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেরি ইন্সেপেক্টর মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তার ও কাটাখালী গ্রামের মোঃ নাইমুল ইসলাম। করোনা জয়ীদের মাঝে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এ প্রতিনিধিকে জানান, করোনা জয়ীদেরকে ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিজনকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পরে তাদেরকে বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়া হয়েছে। তারা যার যার বাসায় ফিরে যাচ্ছেন।

 

আপনার মতামত লিখুন :