বরিশালে কাঁঠাল গাছে মিলল শিশুর ঝুলন্ত লাশ
প্রকাশিত : ১২ মে ২০২০
বরিশালের হিজলা উপজেলায় এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের রঙ্গা গ্রামে একটি বাগানের কাঁঠাল গাছ থেকে বিবস্ত্র ও কাদামাখা অবস্থায় আরাফাত ঢালী নামে ছয় বছরের ওই শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত আরাফাত ওই গ্রামের আব্দুর রব ঢালীর ছেলে ও স্থানীয় ফুলকলি কিন্ডার গার্টেনের প্লে গ্রুপের ছাত্র। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় শিশুটির বাড়ির পেছনে বাগানের একটি কাঁঠাল গাছের সঙ্গে কাদামাখা বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত দেখে শিশুকে।
পরে তারা হিজলা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে আরাফাতের লাশ উদ্ধার করে। হিজলা থানার ওসি অসিম কুমার শিকদার জানান, খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে শিশুর ঝুলে থাকা এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে এটি হত্যা না কি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি তদন্ত ছাড়া এই মুহূর্তে মন্তব্য করা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।