সরকারের নিষেধাজ্ঞা মানায় গলাচিপায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ
প্রকাশিত : ১১ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: দুই মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর গলাচিপায় রবিবার মধ্য রাত থেকে আবারো শুরু হয়েছে রুপালি ইলিশ মাছ ধরা। নদীতে জাল ফেলেই হাসি ফুটেছে জেলেদের মুখে। বুড়া গৌরঙ্গ, রামনাবাদ, আগুনমুখা নদীতে ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জেলেরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। কাঙ্খিত ইলিশ মাছ ধরার জন্য জেলেরা নদীর অথৈ জলে নৌকা ভাসিয়ে জাল ফেলে ইলিশ মাছ ধরেছে।
দীর্ঘ সময় জেলেরা কর্মহীন থাকার পর জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় তারা খুব খুশি। রবিবার সকালে পানপট্টি, উলানিয়া, বদনাতলী, গলাচিপা ফেরি ঘাটে একের পর এক ভিড়েছে ইলিশবোঝাই ট্রলার ও নৌকা। জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বেড়েছে। বর্তমানে ইলিশের অভয়াশ্রমের পরিধিও বেড়েছে। জাটকা সংরক্ষণের জন্যে সরকার দু’মাস কয়েক স্থান অভয়াশ্রম ঘোষণা করে সরকার।
এ সময় নদীতে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়ে ছিলো। এসময় নিষেধাজ্ঞা মেনে নদীর জলে নৌকা ভাসাননি জেলেরা। দু’মাসের কর্মহীন জীবন কাটিয়েছেন জেলেরা আবারো নদীর অথৈ জলে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরছে। তবে বিভিন্ন স্থানের মত গলাচিপায়ও গত দেড় দশকে ইলিশের উৎপাদন বেড়েছে কয়েক গুণের বেশি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের মুখে হাসি এসেছে বেশি থেকে বেশি ইঁলিশ মাছ ধরা পরায়। এবছর গলাচিপায় লক্ষ্যমাত্র অতিক্রম করবে বলে ধারণা করছি।