জেলা প্রশাসক, এনসিসি ও হাসপাতালে মডেল গুরুপের পিপিই প্রদান

প্রকাশিত : ১০ মে ২০২০

মো: রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও খানপুর ৩০০ শষ্যা হাসপাতালে পারসোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট ( পিপিই ) প্রদান করেছে মডেল গুরুপ। রোববার ( ১০ মে ) দুপুরে শিল্প প্রতিষ্ঠান মডেল গুরুপের দেয়া ১২০০ পিপিই প্রদান করা হয়।

জেলা প্রশাসক জসিমউদ্দিন এর হাতে তুলে দেয়ার পর তিনি বলেন, সচেতনতার কারনে নারায়নগঞ্জে প্রতিনিয়ত করোনা ঝুকিপুর্ন হয়ে পড়ছে। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদেরকে আরো কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। মডেল গুরুপ সর্ম্পকে তিনি বলেন,ইতিপুর্বেও তারা আমাদের হাতে আরও বিভিন্ন সহযোগিতা করেছেন।

এদিকে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি বলেন, করোনা চিকিৎসা সেবা জোরদার করার জন্য দ্রুত আইসিও চালু করার প্রয়োজন । তিনি আরও বলেন, গত ৬ এপ্রিল আমি জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে নারায়ণগঞ্জে করোনার ল্যাব স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী কাছে আবেদন করেছি। তিনি আমাদেরকে একটি ল্যাব উপহার দিয়েছেন। আমরা যারা জনপ্রতিনিধিরা ল্যাবের জন্য চেষ্টা করেছিলাম তারা সকলেই সার্থক হয়েছি। এখন দেখতে হবে সেখানে ঠিকমত চিকিৎসা হচ্ছে কিনা।

এসময় সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ৩শ’শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসকদের ব্যবহারের জন্য ১২০০ পিপিই প্রদান করেন মডেল গুরুপের কর্মকর্তারা। মডেল গুরুপের পক্ষে উপস্থিত ছিলেন, মডেল গুরুপের জেনারেল ম্যানেজার মনির হোসেন, এডমিন দেবাশিষ রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

 

আপনার মতামত লিখুন :