শরীয়তপুরে শিল্পপতি শাজাহান মুন্সির উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১০ মে ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে এস বি স্টাইল কম্পোজিট (গার্মেন্টস) চেয়ারম্যান শিল্পপতি শাজাহান মুন্সির উদ্যোগে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেককে ১০ কেজি করে মিনিকেট চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ প্যাকেট বনফুল সেমাই, ১ লিটার তেল ও ১টি গোসল সাবান দেয়া হয়েছে। একই সময় স্থানীয় কিছু প্রতিবন্ধী, বিধবা নারী ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকালে সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ উপস্থিত সকলের দেহের তাপমাত্রা পরিমাপ, লিফলেট বিতরণ ও স্প্রে ছিটানো হয়।
ত্রান বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস বি স্টাইল কম্পোজিটের পরিচালক জনাব আলমগীর হোসেন খোকন, ডিজিএম জনাব সুমন, সখিপুর থানা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল আহমেদ পলাশ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাজন মুন্সি, সুমন মুন্সি ও আফসার মুন্সি প্রমুখ।