ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দিদার ভূইয়া-শাহিন মন্ডলসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালিত
প্রকাশিত : ১০ মে ২০২০
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দিদার ভূইয়া-শাহিন মন্ডলসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালিত ১০ মে ২০২০ইং রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব শক্তির উদ্যোগে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দিদার ভূইয়া-শাহিন মন্ডলসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হানিফ বাংলাদেশী। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. রিপন, মো. হাসমত, মো. বুলবুল, জাকির হোসেন, মো. বিপ্লব প্রমুখ।
কর্মসূচিতে হানিফ বাংলাদেশী বলেন সরকার যদি নৈতিকভাবে ভিত্তিহীন ও ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাহলে সেই শাসকগোষ্ঠি জনগণের যোক্তিক সমালোচনাকেও হজম করতে পারেনা। তিনি অনতিবিলম্বে গণবিরোধী ডিজিটাল কালো আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। অন্যথায় ঈদের পরে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের হুশিয়ারী দেন।