বড়পুকুরিয়া তাপবিদুৎ এলাকায় আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে
প্রকাশিত : ১০ মে ২০২০
রুকুনুজ্জামান বাবুল: পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি: করোনার প্রদুভার্বে এলাকা জিবানু মুক্ত রাখতে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে রাস্তায় জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে। শনিবার সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মোড় আন্দোলন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয় থেকে তাপবিদুৎ আবাসিক এলাকা পর্যন্ত জিবানু নাশক স্প্রে করেন কমিটির সদস্যরা।
আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন,চারীদিকে মরন ঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরের মানুষ ঘর থেকে বের না হলেও, গ্রামের মানুষদের বিশেষ প্রয়োজনে ক্ষেতে-খামারে যেতে হচ্ছে। এবং মানুষের খাদ্য যোগাড় করার পাশাপাশি বিভিন্ন কাজে ঘরের বাইরে বের হতে হচ্ছে। এই জন্য গ্রামের রাস্তা-ঘাট জিবানু মুক্ত রাখা বিশেষ প্রয়োজন। তাই তারা জিবানু মুক্ত স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছে।
জিবানু মুক্ত স্প্রে তদারকি করছেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক আবু সাইদ,সহ-সভাপতি রফিকুল ইসলাম,শ্রমিক নেতা নুর আলম,শ্রমিক নেতা আরিফুলসহ অন্যান্য সদস্যরা।