খুলনায় বিএনপি নেতার উদ্যোগে দুস্থদের মাছ ও সবজি বিতরণ
প্রকাশিত : ১০ মে ২০২০
করোনা সংক্রমণে লকডাউনে মহানগরী খুলনার দুস্থ, অসহায়, কর্মহীন, গৃহবন্দী মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শনিবার দৌলতপুর আঞ্জুমান বিদ্যালয় প্রাঙ্গনে বকুলের সার্বিক সহযোগিতায় এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ইমাম হোসেনের নেতৃত্বে দুই শতাধিক দুস্থ, অসহায়, বিপদগ্রস্ত, কর্মহীন পরিবারের মধ্যে বিনামূল্যে মাছ ও সবজি বিতরণ করেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মুরশিদ কামাল, রুবায়েত হোসেন বাবু, কাজী নেহিবুল হাসান নেহিম, সুলতান মাহমুদ, মতলেবুর রহমান তুষার, আরব আলী, খবির উদ্দীন, মিজানুর রহমান, নুরুজ্জামান নিশাত, মোল্লা সোহেল, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, এম এম জসিম, শেখ মোঃ নাজিম, আল আমিন সরদার রতন, হেদায়েতুল্লাহ দীপু, মো. আল আমিন লিটন, জিয়াউদ্দীন জিয়া, মিজানুর রহমান মৃদুল, মেহেদী হাসান, রবিউল ইসলাম মিন্টু, সুমন খান, সাথী আমিন, কাকলী বেগম, ইব্রাহিম প্রমুখ।