শতাধিক দুঃস্থ পরিবার ইফতার সামগ্রী পেল বেকার যুবক-যুবতিদের সহায়তায়
প্রকাশিত : ১০ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের রামপালের বাঁশতলী গ্রামের বেকার যুবক যুবোতিদের মানবিকতায় করোনা বিড়ম্বনায় ১ম বারের মত ৮০ কর্মহীন দুঃস্থ পরিবার ইফতার সামগ্রী পেলেন। শনিবার বাশতলী গ্রামের ৯নং ওয়ার্ডের ফকির বাড়ি সামাজিক দুরত্ব বজায় রেখে এ ইফতার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ফকির দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকির রাসেল,ফকির ফয়সাল,শেখ সাব্বির,শেখ জাহিদুল ইসলাম ডলার সহ আরো অনেকে। ইফতার সামগ্রী বিতরণের সময় ফকির দেলোয়ার হসেন বলেন, আমাদের সম্পদে দুঃস্থদের হক রয়েছে। এই করোনা মহামারীতে পড়ে মানুষ অসহায়ভাবে জীবন যাপন করছে। আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিৎ।