শার্শা লক্ষনপুরের কৃতি ছাত্র মোঃ আশরাফুল ইসলাম আশরাফ এর লেখা “প্রতিবাদী” কবিতা প্রকাশ

প্রকাশিত : ৯ মে ২০২০

নন্দিত জাতি নিন্দিত দেশ,গড়বো সোনার বাংলাদেশ,
ঊঠবে কবে এই জাতির আক্কেল মাড়ি,
ব্রিটিশ বলিতো ওরা এক মায়ের তিন সন্তান,
ওরা ভাই ভাই,ওরা জাতিতে তিন,ধর্মে দুই করিলো,
সাত চল্লিশে দেশ ভাগ,ধর্মেও নামে করিলো শাসন,
কাটিয়া নিল মাতৃ জিব,
পারিবোনা বাক্য বলিতে মায়ের দেয়া শব্দ,
আসিলো মোর বায়ান্ন,করিলো প্রতিবাদ,
মোদের দাবি একটা রাষ্ট্র ভাষা বাংলা চাই,
রাজপথে আসিলো নবীন প্রবীন ছাত্র জনতা,
ধর্ম কর্ম নির্বিশেষে রাজ পথে,
খাঁন দিলো আদেশ হানাদার ছুড়ড়লো বুলেট,
হলো শহিদ মোদের ভাই সালাম,বরকত,রফিক,জব্বার,শফিউর,
প্রতিনিয়ত হচ্ছে জাতি নির্যাতন,
লড়াই করছে জনতা মরছে বাঙ্গালী তাতে আর কি,
জননী কে বলে এসেছি,এনে দেবো তোমার মুখের বাক্য,
আসিলো ৬৯,গন অভ্যুত্থান,করিলো বাঙ্গালীকে সর্বস্থান থেকে বঞ্চিত,
শেক সাহেব করিলো প্রতিবাদ,
পাকিস্থান তার নামে দিলো আগরতলা ষড়যন্ত্র মামলা,
জনতার সংগ্রামের হলো খাঁন সাহেবের পতন,
এলো ৭০ দিলো নির্বাচন বিজয় আসলো মোদের, মাঝির হাতে নাহি দিলো বৈঠা,
এলো ৭১ এর ৭ই মার্চ খোকা দিলো ডাক বীর বাঙ্গালী অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর,
তোমার আমার ঠিকানা পদ্মা,মেঘনা,যমুনা।
টেকনাফ থেকে তেতুলিয়া,রুপসা থেকে পাথুরিয়া,কোথাও থাকবেনা খাঁন সেনা,
মোরা দেশ করিলাম স্বাধীন,খোকা পেলো মুক্তি এলো খোকার মায়ের কোলে,
সাত কোটি মুখে দিবে অন্য,খোকা হলো রাখাল,
করিলো বীজবর্পন,সোনালী ফসলে দিলো মই ৭৫ই ১৫ই আগষ্ট,
তাইতো বলি বহির্বিশ্ব বাঙ্গালী জাতীকে ৭৫ই ১৫ আগষ্ট পর থেকে কুলাঙ্গার জাতি হিসেবে অখ্যায়িত করেছে।

 

আপনার মতামত লিখুন :