শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু!
প্রকাশিত : ৮ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। তার বাড়ি শৈলকুপা শহরের কবিরপুর গ্রামে। বুধবার কাঁশি, শ্বাসকষ্ট ও পেট ব্যাথা নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে তাকে আইসোলেশনে রাখে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
শুক্রবার ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের তত্বাবধানে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়। ঝিনাইদহ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান বলেন, জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথের নির্দেশক্রমে শুক্রবার বাদ জুম্মা ইসলামীক ফাউন্ডেশনের তত্বাবধানে তার নামাজে জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাযা নামাজে ইমামতি করেন ইমাম প্রতিনিধি মাও: মো: খাইরুল ইমলাম। সেসময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার আব্দুর রাজ্জাক। মৃত ব্যক্তির জানাযা ও দাফনের সার্বিক সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।