গলাচিপায় শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত : ৮ মে ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদে ৪শ ৯০ জন জেলের মধ্যে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিন হাওলাদার, ট্যাক অফিসার উপজেলা রিসোর্স কর্মকর্তা মো. শহিদুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, ইউপি সদস্য মো. মনির হোসেন হাওলাদার, ইউপি সদস্য মোসলেম উদ্দিন প্যাদা, ইউপি সদস্য মনির মীর, ইউপি সচিব মোসা. কনা আক্তার প্রমুখ। গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিন হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সকল জেলে জেলে চাল নিতে পারবেন, আপনার একটু ধৈর্য্য ধরেন। তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, নারায়নগঞ্জ থেকে গোলখালী ইউনিয়নে যদি কোন ব্যক্তি আসে তাহলে তাকে সরকারের আইন মেনে চলতে হবে। আপনারা সকলে বাড়িতে থাকবেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না। আপনারাও বাঁচেন অন্যকেও বাঁচার সুযোগ করে দেন।

 

আপনার মতামত লিখুন :