করোনার প্রভাবে কুয়াকাটায় চুরির উপদ্রব বৃদ্ধি
প্রকাশিত : ৮ মে ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনার প্রভাবে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কুয়াকাটায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ ধরে পৌর শহরের অন্ততঃ ৮টি পর্যটক নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ওইসব দোকান থেকে সিগারেট, সাবান, প্রসাধণী সামগ্রী ও নগদ টাকা নিয়ে যায়।
অভিনব কায়দায় দোকানের তালা ভেঙ্গে অথবা শিকল কেটে ২ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। কুয়াকাটা মহা-সড়কের ক্ষুদ্র ব্যবসায়ী সুমন জানান,বুধবার দিবাগত রাতে তার দোকান থেকে নগদ টাকা, সিগারেট, সাবান ও বডি স্প্রেসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এর আগে সোবাহানের চায়ের দোকান, জাকিরের দোকানসহ একাধিক দোকানে গভীর রাতে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে। চুরির পরে মহিপুর থানার এসআই সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, চুরির উপদ্রব বন্ধে পুলিশি নজরদারী বৃদ্ধিসহ চোর চক্রদের সনাক্তকরনে কাজ করছেন।