ভারতীয় ক্রিকেটারের ডেটিংয়ের প্রস্তাব, শুনে যা বললেন পেরি
প্রকাশিত : ৭ মে ২০২০
সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের লাইভ আড্ডায় এসেছিলেন ওপেনার মুরালি বিজয়। সেখানে বিজয়ের কাছে সঞ্চালক জানতে চান, কোন দুজন পছন্দের মানুষকে ডিনারে নিয়ে যেতে চান তিনি। প্রথম জনের নাম জানান শিখর ধাওয়ান। যা শুনে কেউই ততটা চমকাননি। কিন্তু দ্বিতীয় জনের নাম শুনে চমকে ওঠেন সকলেই।
শিখরের পাশাপাশি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অলরাউন্ডার অ্যালিসা পেরিকে ডিনারে নিয়ে যেতে চান বলে জানান ২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা মুরালি বিজয়। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের ডিনারের প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার। অ্যালিসা পেরির সঙ্গে ডিনারে যাওয়ার কারণ হিসেবে মুরালি বিজয় জানিয়েছিলেন, ‘ও ভীষণ সুন্দরী।’ যদিও মুরলি বিজয়ের এমন ইচ্ছার কথা শুনে ভারতীয় দলের ওপেনারকে নিয়ে ইন্টারনেটে শুরু হয় ট্রল। এক ভক্ত তো মন্তব্য করেন, ‘মুরালি বিজয় একজন প্লে বয়।’ আরেকজন লিখেন, ‘পেরির হাসবেন্ড তার বুট রেডি রাখছেন।’
অনেকে পেরির স্বামী অস্ট্রেলিয়া জাতীয় রাগবি দলের খেলোয়াড় ম্যাট টমুয়ার ছবি পোস্ট করে বিজয়কে সাবধানও করেন। কিন্তু অ্যালিসা পেরির জবাব শুনে হতবাক সকলেই। স্টার স্পোর্টসের ক্রিকেট সঞ্চালক এবং উপস্থাপক রিধিমা পাঠকের সঙ্গে একটি ক্রিকেটীয় আড্ডায় আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার বিজয়ের ইচ্ছের কথা শুনে বলেন, ‘আশা করব ডিনারের বিল ওই মেটাবে। আমি জানি এ ব্যাপারে ও ভীষণই দয়ালু। আমি ওর ইচ্ছের কথা শুনে অভিভূত।