কলাবৈশাখী ঝড়ে কলাপাড়ায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনের রিভার ক্রোসিং টাওয়ারের তার বিচ্ছিন্ন

প্রকাশিত : ৬ মে ২০২০

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,০৬ মে।। কালবৈশাখী ঝড়ের তান্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনের রিভার ক্রোসিং টাওয়ারের তার ছিড়ে গেছে। এর ফলে দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কলাপাড়া উপজেলা। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। বুধবার সকালে ঝড়ের তান্ডবে কলাপাড়া আন্ধারমানিক নদী সংলগ্ন ক্রোসিং টাওয়ারের থেকে একটি তার ছিড়ে পরে যায়। পরে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন লাইনটি চালু করতে সক্ষম হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে, মানুষের ভোগান্তি লাঘবের জন্য নিজস্ব জনবল দিয়ে দ্রুত কাজ সমাধান করা হয়েছে। ঝড়ের তান্ডবে এ লাইনটি ছিড়ে যাওয়ায় কুয়াকাটা, মহিপুর, আলীপুর, হাজীপুর, বালিয়াতলী, ধুলাসার ও লতাচাপলি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন ছিল। বুধবার বেলা আড়াইটার রিভার ক্রোসিং টাওয়ারের লাইন সংযোগ সম্পন্ন করা হয়। এসময় পটুয়াখালী পল্লি বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহার কুমার বিশ্বাস, বাংলাদেশ পল্লী বিদুৎতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সেলিম মিয়া, সমিতি বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী ও কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.শহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের তান্ডবে রিভার ক্রোসিং টাওয়ারের ৩৩ কেভি বিদুৎতের লাইন তার ছিড়ে পরে যায়। দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা প্রচেষ্টার পর সমিতির নিজস্ব জনবল দিয়ে এ লাইনটি চালু করা হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী বলেন, দেশের এই মহামারি করোনা সংকট মুহুর্তে অত্যন্ত কঠিন দু:সাধ্য ছিল এটি। সমিতির দুর্যোগে আলোরগ্যারিলা বাহিনী ও কর্মকর্তাদের জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে লাইনটি চালু করা সম্ভব হয়েছে।

 

আপনার মতামত লিখুন :