কলাপাড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কলেজ শিক্ষক আবু ইউসুফ
প্রকাশিত : ৬ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৬ মে।। করোনা ভাইরাসের পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো.আবু ইউসুফ। বুধবার সকালে তিনি নিজের উপার্জনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে পৌর শহরের নাচনাপাড়া এলাকার অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরন করেন।
এছড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তার নিজ গ্রামে কর্মহীন হয়ে পরা হত দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ সহায়তা পৌঁছে দিয়েছেন। প্রভাষক মো.আবু ইউসুফ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অনেকে মানুষই কর্মহীন হয়ে পরেছে। বিপর্যয়ের মুহুর্তে আমার উপার্জনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, আলু,সাবান ও ইফতার সামগ্রী কিনে ওই সব মানুষের হতে পৌছে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।