শরীয়তপুরে নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত
প্রকাশিত : ৬ মে ২০২০
মোঃ ওমর ফারুক,শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত। আক্রান্তরা হলেন শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের একটি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এছাড়াও ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ০৭(সাত) স্যাম্পলের ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে।আক্রান্তদের মধ্যে একজন নারী। ১০ থেকে ১৫ বছর বয়সের দুইজন, ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে তিনজন, ৪৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিনজন।
প্রাপ্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে বুধবার (৬ মে) সকাল ১২ টা ৩০ মিনিটে জরুরী প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত। শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের একটি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এছাড়াও ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ০৭(সাত) স্যাম্পলের ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৪৭ জন।