নরসিংদি ফেরত গলাচিপায় ১১ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে: শ্রমিকের নমুনা সংগ্রহ
প্রকাশিত : ৫ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: নরসিংদি থেকে নৌ পথে গলাচিপায় আসা এগার জন শ্রমিককে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনের রাখা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা এদের কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করেছেন। শ্রমিকদের খাদ্য, ওষুধ, ও সেনিটাইজারসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে থাকা ১১ শ্রমিকের কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া তাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলের ড্রেজার শ্রমিক নরসিংদি থেকে নৌ পথে এলাকায় আসার সময় হিজলা পুলিশের হাতে আটক হয়।
পরে হিজলা থানা পুলিশ দশমিনা পুলিশে কাছে এদের হস্তান্তর করলে এর মধ্যে গলাচিপার ১১ জনকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার সকালে এদেরকে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে রাখা হয়েছে।