গলাচিপায় প্রধানমন্ত্রীর অর্থায়নের সৌর বিদ্যুৎ পেল হত দরিদ্র পরিবার

প্রকাশিত : ৫ মে ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ’-এর অংশ হিসেবে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে মঙ্গলবার সকালে বিভিন্ন মসজিদে ১৭টি, গরিব অসহায়দের মাঝে ২টি এবং ৫টি সড়কে সোলার স্ট্রিট প্যানেল বিতরণ করেন গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার।

মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, বিদ্যুতের চাহিদা পূরনের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ গ্রামীণ অবকাঠামো কাবিটা, টেস্ট রিলিপ (টিআর) প্রকল্পের আওতায় সাধারণ বরাদ্ধকৃত অর্থ দ্বারা সৌর বিদ্যুতের এ প্যানেল বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে হত দরিদ্র মানুষ, মসজিদ, মন্দির, এতিমখানা, গুরুত্বপূর্ণ সড়কে সোলার প্যানেল দেয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ খালেক মাস্টার, সাধারণ সম্পাদক আঃ হালিম হাওলাদার, ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার, ইউনিয়ন পরিষদের সচিব মোসাঃ কনা আক্তার প্রমুখ।

আপনার মতামত লিখুন :