মীর সোহেলের নির্দেশে যুবলীগ নেতা শাহীনের খাদ্য সামগ্রী বিতরন
প্রকাশিত : ৫ মে ২০২০
মো.রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ : ৩য় দফায় প্রানঘাতী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান শাহীন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দাপা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় ফতুল্লা ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান শাহীন বলেন,আমার নেতা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মানবতার ফেরিওয়ালা মীর সোহেল আলী ভাইজানের নির্দেশে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করছি। ইতিপুর্বে আরও দু’বার আমার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাপা বাইতুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী আহমেদ ইয়াসির, মুয়াজ্জিন হাফেজ কারি বেলাল হোসেন যুবলীগ নেতা আজিজুর রহমান তমাল প্রমুখ।