রাজাপুরে খালে বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা, ২ বোতল বিষ, জাল ও নৌকা জব্দ
প্রকাশিত : ৫ মে ২০২০
রহিম রেজা, ঝালকাঠি থেকে: ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগের প্রস্তুতিকালে আটক খালে বিষ প্রয়োগ চক্রের ২ ব্যক্তিকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তাদের এ কারাদন্ড দেন ইউএনও সোহাগ হাওলাদার। এদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে একশ’ এমএল’র ২ বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হল- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মাসুম খলিফা (২৪) ও চাঁনপুরা গ্রামের হাবিব বেপারীর ছেলে জসিম বেপারী। ইউএনও সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিলো। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খালে বিষ প্রয়োগের প্রস্তুতি দিলে পুখরিজানা মানকি খালের ¯øুইজগেট এলাকায় তাদের এলাকাবাসী আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।