রাঙ্গাবালীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
প্রকাশিত : ৫ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রাদুর্ভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালিকাভুক্ত ১৩০৯ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়।
ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নান বলেন, করোনা ভাইরাস উদ্ভ‚ত পরিস্থিতিতে সামাজিক দ‚রত্ব বজায় রেখে তালিকাভুক্তদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করেছি। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মো. কামাল হোসেন।