নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপির ত্রাণ বিতরণ
প্রকাশিত : ৪ মে ২০২০
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিট-১৯) মহামারী প্রাদূর্ভাব জনিত কারণে উপজেলার দুস্থ্য ভিডিপি সদস্যদের মাঝে দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকার ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনসার- ভিডিপির উদ্যেগে সারা দেশের ন্যায় মহামারী করোনা ভাইরাসে কর্মহীন ঘরে বসে থাকা আত্রাই উপজেলার ০৮ টি ইউনিয়নের ১৫৯ জন দুস্থ্য আনসার –ভিডিপির সদস্যদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
বিতরণ কৃত ত্রান সামগ্রীর হলোঃ- ৫কেজি চাল,২কেজি আলু, ১ কেজি ডাল ১ লিটার তৈল. ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি করে ম্যাক্স বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আমিনুল হক ও উপজেলা আনসার ভিডিপি আশরাফ আলী, সাইফুল ইসলাম, সেহেল রানা প্রমূখ।