নওগাঁয় ডিসি, এসপি ও সিভিলসার্জনসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা কোয়ারেনটাইনে
প্রকাশিত : ৪ মে ২০২০
রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ’র দু’জন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিলসার্জনসহ বেশ জেলা পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা, পতœীতলা উপজেলার নির্বাহী অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা এবং ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা কোয়ারেনটাইনে রয়েছেন। ইতিমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত এ জেলার এক জন সংসদ সদস্যের সংস্পর্শে আসার কারনে তাঁরা কোয়ারেনটাইনে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলার ১০টি উপজেলায় নতুন করে মোট ১২৭ জনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬ জন, রানীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পতœীতলা উপজেলায় ১৫ জন, ধামইরহাট উপজেলায় ২৫ জন, সাপাহার উপজেলায় ২২ জন, নিয়ামতপুর উপজেলায় ২৫ জন এবং পোরশা উপজেলায় ১৫ জন।
এই ২৪ ঘন্টায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ৬৭ জন হোমে কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ জেলায় বর্তমানে ৩৫ জন প্রাতিষ্ঠানিকসহ মোট কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪শ ২ জন।