কলাপাড়ায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে ব্যাচ ভিক্তিত সংগঠন ‘সুহৃদ-৯৮’

প্রকাশিত : ২ মে ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০২মে।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতে কর্মহীন হয়ে পরা অসহায়দের মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যাচ ভিক্তিত সংগঠন ‘সুহৃদ-৯৮’। এক সপ্তাহ ধরে তারা শ্রমজীবি, কর্মহীন ঘরবন্দি মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। পৌর শহরের ৯টি ওয়ার্ডের নি¤œ মধ্যবিত্ত ১৩০ পরিবারের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল পিয়াজ, আলুসহ এ খাদ্য সামগ্রী ওইসব মানুষের হাতে তুলে দেয়।

শনিবার সকালে মঙ্গল সুখ এলাকায় শ্রমজীবি, কর্মহীন ঘরবন্দি মাঝে তারা এ খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় এসএসসি ব্যাচ ‘সুহৃদ-৯৮’ নাসির উদ্দিন সোহাগ, সদস্য জুয়েলসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। ‘সুহৃদ-৯৮’ ব্যাচ’র সদস্য গাজী রাইসুল ইসলাম রাজিব বলেন,’করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেনীর কিছু মানুষ যারা কারো কাছে হাত পাততে পারেনা। এমনকি লাইনে দাড়াতে পারছেন না।

তাদেরকে আমরা বেছে বেছে তালিকা করে বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। এসএসসি ব্যাচ ‘সুহৃদ-৯৮’ এর সভাপতি মো.শাহিন জানান, করোনার দূর্যোগকালে মানবিক দিক বিবেচনা করে আমাদের এ সংগঠনের সদস্যরা মিলে এ খাদ্য সহায়তা দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

আপনার মতামত লিখুন :