ঢাকায় ঢুকতে পরিচয়পত্র দেখাতে হবে শ্রমিকদের

প্রকাশিত : ২ মে ২০২০
ছবি : সংগৃহীত

রাজধানীমুখী শ্রমিকদের ভীড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও ভোলার ইলিশা ফেরিঘাটে। এদিকে, কারখানার আইডি কার্ড দেখাতে না পারলে পোশাক শ্রমিকদের ঢাকায় ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। ভোলার ইলিশা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা ফেরিতে করে পাড়ি দিচ্ছেন নদী। শ্রমিকদের অভিযোগ, করোনার ঝুঁকি এড়াতে অনেককেই নামিয়ে দেয়া হচ্ছে ফেরি থেকে।

এমন অবস্থায় ওয়াশরুম, ইঞ্জিন রুম ও স্টাফ রুমে লুকিয়ে আসছেন কেউকেউ। আবার খারাপ আবহাওয়ার মধ্যেও ট্রলার ভাড়া করে পাড়ি দিচ্ছেন উত্তাল মেঘনা। চাকরি রক্ষায় ঝুঁকি নিয়ে ফিরতে হচ্ছে বলে জানান শ্রমিকরা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কয়েকদিনের তুলনায় ভিড় কিছুটা কম। সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্য পৌছানোর চেষ্টা করেন অনেকে।

 

আপনার মতামত লিখুন :