৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সামগ্রী উপহার পেলো ২৫ নারী পুরুষ
প্রকাশিত : ২ মে ২০২০
জাতীয় তথ্য সেবা ৩৩৩ নাম্বারে কল দিয়ে ঠাকুরগাঁওয়ের ২৫ জন অসহায় নারী-পুরুষ শনিবার জেলা প্রশাসনের কাছে ত্রাণ সহায়তা পেয়েছেন। ঠাকুগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, জেলার ২৫ জন নারী-পুরুষ ৩৩৩ তথ্য সেবা নাম্বারে কল দিলে সেখান থেকে তথ্যসমূহ জেলা প্রশাসন এর কাছে পাঠাবার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম ২৫ জনের কাছে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছেন।
যারা ত্রাণ পেয়েছেন, তাঁরা সরকারের এ সেবায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে শনিবার জেলা সমাজ সেবা অধিদপ্তর জেলা শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে কর্মহীন অসহায় ৮০জন নারী-পুরুষের মাঝে চাল, ডাল, তেল, আলু ও নগদ তিনশ’ করে টাকা বিতরণ করেছেন। এছাড়া জেলা সমাজকল্যাণ অধিদপ্তর প্রায় এক হাজার ছয়শ’ প্রতিবন্ধী শিশু ও নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সায়েদা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।