রাজাপুরে সমাজকর্মী রাজিয়া বেগমের ব্যক্তিগত উদ্যোগে ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২ মে ২০২০
রহিম রেজা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া ও দক্ষিণ বড়ইয়া এ ২ গ্রামের ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ দিয়েছেন সমাজকর্মী রাজিয়া বেগম। শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ বড়ইয়া স্কুল মাঠে থানা পুলিশের সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে সমাজকর্মী রাজিয়া বেগম নিজেই উপস্থিত থেকে প্রত্যেক পরিবারের হাতে ১৩শ টাকা খরচের খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে তুলে দেন।এসময় তিনি মাস্ক ও গেøাবস ও ২৫ ব্যক্তিকে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন। সমাজকর্মী রাজিয়া বেগম জানান, বর্তমানে কর্মহীন মানুষ খুবই অভাবে রয়েছে, এসব কথা চিন্তা করেই নিজ উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে খাদ্য ও টাকাসহ মাস্ক ও গেøাবস দিয়েছি। এ সহযোগীতা অব্যাহত থাকবে। সমাজকর্মী রাজিয়া বেগম ঝালকাঠি মহিলা আ’লীগের সাবেক আহবায়ক।