অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পিবিআই ওসি
প্রকাশিত : ২ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন অসহায়, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে ওসি আবুবক্কর সিদ্দিক খাদ্য সহায়তা বিতরণ করেছেন। বিকেলে খুলনা পিবিআই ওসি শেখ আবুবক্কর সিদ্দিক তার গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার শুকদাড়ায় প্রায় দুই শতাধিক অসহায়দের মাঝে এ সহায়তা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, হাসেম শেখ, রাখালগাছি ইউনিয়নের আওমীলীগের সহ-সভাপতি দিলিপ দেবনাথ,খানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও সদর থানা আওমীলীগ নেতা আঃ ছত্তার শেখ, সাংবাদিক জি এম মিজান ও জামিল হোসেন বাবু প্রমুখ।