দেশে পুলিশের ৬৭৭ সদস্য করোনা আক্রান্ত

প্রকাশিত : ২ মে ২০২০

দেশে করোনাভাইরাসে গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত মোট ৬৭৭ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এছাড়া, বাহিনীর চারজন সদস্য কোভিড-১৯ এর শিকার হয়ে মারা গেছেন বলে পুলিশ সদরপ্তরের একটি সূত্র জানিয়েছে। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডিএমপিতে কর্মরত ৬৮ পুলিশ সদস্য করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জন। বর্তমানে এক হাজার ২২৫ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১৭৪ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ৫৫ রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নিয়েই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামে পুলিশ বাহিনীর সদস্যরা।

এখন বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সদরদপ্তর থেকে তাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, তারা পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করছেন।

আপনার মতামত লিখুন :