বিএনপি নেত্রী রাশেদা করোনায় যুক্তরাষ্ট্রে মারা গেলেন
প্রকাশিত : ১ মে ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন (৪৬)। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৯৩ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল করোনা মহামারিতে। রাশেদা আহমেদ মুন দীর্ঘ প্রায় চার সপ্তাহ লং আইলান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) দুপুরে রাশেদা মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা এ সংবাদ নিশ্চিত করেছেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বসবাসরত পাবনার সন্তান মুন ছিলেন বিএনপির সকল অনুষ্ঠানের প্রিয়মুখ। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।