“পুলিশ সাংবাদিক করোনা যুদ্ধে, সবাই আমরা এক কাতারে” মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে পুলিশ সুপারের উপহার
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: “পুলিশ সাংবাদিক করোনা যুদ্ধে, সবাই আমরা এক কাতারে” এই শ্লেগানকে সামনে রেখে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সাংবাদিকদের সুরক্ষায় পরিস্থিতির কথা বিবেচনা করে সাংবাদিকদের জন্য সুরক্ষা সামগ্রী “ফেইস শিল্ড” উপহার সামগ্রী দিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার)।
আজ ৩০ এপ্রিল মৌলভীবাজার পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এর কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদমহ নেতিৃবৃন্দের হাতে সাংবাদিকদের সুরক্ষায় উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সুধাংশু শেখর হাওলাদার, স্বপন কুমার দেব, দুরুদ আহমেদ, শেখ মাহমুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খাঁন, সহ- সাংগঠনিক চিনু রঞ্জন তালুকদার, দপ্তর সম্পাদক মঈনুল হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল রানা চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক মুকিত ইমরাজ, বধরুল আলম চৌধুরী প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান বলেন- বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সারাদেশে কার্যত লকডাউন চলছে। দেশে বর্তমানে একের পর এক আক্রান্ত হচ্ছেন প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ সদস্যসহ কর্মরত সাংবাদিকরা।
ইতোমধ্যে সারা দেশে চিকিৎসকের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে পুলিশ ও সাংবাদিকও মারা গেছেন। এমন পরিস্থিতির কথা বিবেচনা করে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার)। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতিৃবৃন্দরা মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ সংশ্লিস্ট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।