দশমিনায় সংখ্যালঘু পরিবারের ওপরে হামলায় মা-ছেলে আহত
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় সংখ্যালঘু পরিবারের ওপরে হামলায় মা-ছেলে আহত হয়েছেন। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে (আঃ রসিদ সরকারি কলেজের উত্তর পাশে) গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
আহত সাধনা রানী জানান, অনুমান সকাল ৭টায় পরিমল চন্দ্রের স্ত্রী সাধনা রানী একাধিক মানুষের কথা বলার শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে দেখি আমার বসতবাড়ির ভোগ দখলিয় জমিতে শফি ও আঃ রাজ্জাক প্যাদার ছেলে হাসানসহ ১০/১২জন লোক সাঁকো নির্মান করতেছে। আমি ও আমার ছেলে সৌরভ চন্দ্র ওই জবর দখলে বাঁধা দিলে পূর্বপরিকল্পিত ভাবে লাঠি-সোটা দিয়ে এলোপাতালি পিটিয়ে গুরুত্বর জখম করে ।
স্থানীয় ও আহতের ভাই স্বপন চন্দ্র শীল জানা, ডাক চিৎকারের শব্দশুনে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহতদের পরিবার আদালতে মামলা করবেন বলে জানান। ব্যাপারে হাচান জানান, আমার বোনের বাসায় আসা যাওয়ার জন্য সাঁকো দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ হাতে পেলে গুরুত্ব সহকারে দেখা হবে।