নওগাঁর ধামইরহাটে ভিজিএফ এর চাল উদ্ধারসহ আটক ১
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভিজিএফের ছয় বস্তা চাল উদ্ধারসহ উমর ফারুক ভাদু (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টায় ভ্রাম্যমান আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উমর ফারুক উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ধামইরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া বলেন, উমর ফারুক ভাদু একজন মৎস্য চাষী। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার বাড়ী থেকে সরকারি ৬ বস্তা চাল উদ্ধার এবং তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এসময় ধামইরহাট থানার উপপরিদর্শক রেজয়ানুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানয় উপস্থিত ছিলেন।