পটুয়াখালীর দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা প্রতিনিধি। পুষ্টি উন্নয়নের বুনিয়াদ “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন” এই প্রতি পাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। বুধবার ১০টায় উপজেলা নতুন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ৮০ দুস্থ ও গর্ভবতী মহিলাদের মাঝে পুষ্টি কর খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আঃ আজিজ মিয়া, উপজেলা আ’লীগের সধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড.ইকবাল মাহমুদ লিটন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, ডাঃ অনিক মিত্র ও ডাঃ নুরে-ই-আবেদীন সিফাত প্রমূখ।