শরীয়তপুরে নমুনা পরীক্ষায় মাঠে নেমেছে স্বাস্থ্য প্রশাসন

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় করোনা নমুনা পরীক্ষায় মাঠে নেমেছে স্বাস্থ্য প্রশাসন। তারা গতকাল ২৭ এপ্রিল থেকে জাজিরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন ঢাকায় এবং ১০০০ জন মানুষের নমুনা পরীক্ষা করার সক্ষমতা তাদের আছে। তারা প্রতিদিন ৫০ জনের নমুনা সংগ্রহ করতে প্রস্তুত। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন জাজিরা উপজেলা স্বাস্থ্য প্রশাসন। তারা বলেন, এই ১০০০ নমুনা সংগ্রহ শেষ হলে আরো আনা হবে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য প্রশাসন আরও জানিয়েছেন, উপজেলায় কারো যদি উপসর্গ থাকে অথবা ঢাকা/গাজীপুর /নারায়নগঞ্জ থেকে জাজিরা এসে থাকে তাদেরকে অবশ্যই আমাদের হাসপাতালের কালেকশন বুথে পাঠাবেন। এখানে প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ চলবে। বেশী অসুস্থ রোগী হলে বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হবে।

এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহমুদুল হাসান জানান, আমরা গতকাল ২৭ এপ্রিল থেকে জাজিরা উপজেলার বিভিন্ন জায়গা থেকে ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠিয়েছি এবং ১০০০ জন মানুষের নমুনা পরীক্ষা করার সক্ষমতা আমাদের আছে। আমরা প্রতিদিন ৫০ জনের নমুনা সংগ্রহ করতে প্রস্তুত। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, এই ১০০০ নমুনা সংগ্রহ শেষ হলে আরো আনা হবে। সমাজের সচেতন জনগন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং যুবকদের প্রতি আহ্বান থাকবে আপনারা মানুষকে ঘরে থাকতে বলুন, সকল কাজে প্রশাসনকে সহায়তা করুন, হাসপাতালে পরীক্ষা করাতে উৎসাহিত করুন। মনে রাখবেন এই যুদ্ধ শুধু আমার একার না। এ যুদ্ধ সবার। সবাইকে নিয়েই যুদ্ধ করতে হবে এবং এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে।

উল্লেখ্য, শরীয়তপুর জেলার ঈঙঠওউ-১৯ সংক্রান্ত জেলা সিভিল সার্জন তথ্যানুযায়ী, ২৭ এপ্রিল সোমবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনঃ সদর উপজেলায় ১২৬ জন। ডামুড্যায় ১০৮ জন। গোসাইরহাট ৯৫ জন। ভেদরগঞ্জ ৯৯ জন। নড়িয়া ১৭৫ জন। জাজিরা ১৯৪ জন। জেলায় মোট ৭৯৭ জন। এছাড়া আজ নতুন করে ৬৯ জন এবং অবমুক্ত হয়েছেন ১২৩ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেউ নেই। জেলায় সর্বমোট নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল ৩৮৬ জনের। এর ভেতর পজিটিভ ২২ জন। তন্মধ্যে-নড়িয়া উপজেলায় ০৯ জন, মৃত ০১ জন। জাজিরা ০৫ জন, সদর ০৩ জন, ডামুড্যা ০৩ জন, মৃত ০ জন।

আপনার মতামত লিখুন :