গলাচিপায় কৃষকদের জন্য কমবাইন্ডহার-বেস্টার মেশিন হস্তান্তর
প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস মোকাবেলায় কৃষকদের সুবিধার জন্য ভর্তুকি মূল্যে একটি ধান মাড়াই কাটা ও ঝাড়া মেশিন আনুষ্ঠানিক ভাবে কৃষি অফিস থেকে হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় বুধবার সকালে উপজেলা প্রশাসন চত্তরে এ মেশিন হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ ও উপজেলা কৃষি অফিসার এ,আর,এম সাইফুল্লাহ।
পরে উপজেলার চর-কাজল ইউনিয়নের কৃষক নেতা মোঃ জসিম উদ্দিন এর কাছে হারবেস্টার মাড়াই মেশিনের চাবি হস্তান্তর করেন। কৃষি অফিস সূত্রে জানা যায় প্রায় ৩০ লক্ষ টাকা দামের মেশিনটি কৃষক ভর্তুকি বাবদ পঞ্চাশ শতাংশ এবং সরকার পঞ্চাশ শতাংশ অর্থ প্রনোদনা দিয়ে এই সুবিধা দেয়া হয়েছে বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, আপনারা কৃষকরা সরকারিভাবে অনেক সুবিধা পাচ্ছেন। সামনে আরো পাবেন। এই মেশিনের কোন সমস্যা হলে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করবেন।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। তিনি সর্বদা কৃষকসহ সবার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিনিয়ত যে মৌসুমে যে ফসলের প্রয়োজন সেই মৌসুমে সেই ফসল ফলানোর জন্য জমিকে আবাদ করেন। আপনাদের জন্য প্রধানমন্ত্রী সকল সুবিধা দিবেন। তিনি করোনা ভাইরাস সম্পর্কে কৃষকদের সচেতনমূলক কথা বলেন।