বরিশালে চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা
প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এম. এ. আজাদ সজলের লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তার ভাই ডা. শাহরিয়ার উচ্ছ্বাস বাদি হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নগরীর মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে ডা. এম. এ. আজাদ সজলের লাশ উদ্ধার করে পুলিশ।