করোনার ঝুঁকি উপেক্ষা করে পাঁচ শতাধিক কারখানায় কাজে ফিরছেন শ্রমিকরা
প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০
গাজীপুর শিল্পাঞ্চলে ৫ শতাধিক কারখানায় কাজে ফিরছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। কারখানা মালিকেরা জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ধাপে ধাপে খোলা হচ্ছে কারখানাগুলি। এদিকে ঢাকা ও আশেপাশের এলাকার বেশ কিছু পোশাক কারখানা খোলার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা আসছেন কাজে যোগ দিতে। ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিক না আনার কথা থাকলেও বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আজও এসেছেন পোশাক শিল্পকারখানা অঞ্চলগুলোতে।
বিভিন্ন জেলা থেকে আগত পোশাক শ্রমিকদের বেশ কয়েকজন দাবী করেছেন কারখানা থেকে ফোন করে তাদেরকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়। তাই বাধ্য হয়ে লকডাউনের মধ্যেও ঢাকায় এসেছেন তারা। সড়ক মহাসড়কে পুলিশের বাঁধা ও তল্লাশীর মুখে পুড়ে তাদের ভেঙ্গে ভেঙ্গে আসতে হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। পরিবহন না থাকায় কখনো সিএনজি, কখনো রিকশা, ভ্যান, কখনো বা পায়ে হেঁটে অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে ঢাকায় আসছেন শ্রমিকরা। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।